কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,।
কতো-কথা কইতাম রে দুইজন
বইসা পুকুর পাড়ে,,,
সেই সব কথা পড়লে মনে
চোক্ষের পানি ঝড়ে বন্ধু রে,,,,
কতো-কথা কইতাম রে দুইজন
বইসা পুকুর পাড়ে,,,
সেই সব কথা পড়লে মনে
চোক্ষের পানি ঝড়ে বন্ধু রে,,,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,।
বাড়ীর-পাশে কদম গাছে,বসে কতো টিয়া,,,
আমার মনে কষ্ট দিয়া,
কারে করলা বিয়া বন্ধু রে,,,
বাড়ীর-পাশে কদম গাছে,বসে কতো টিয়া,,,
আমার মনে কষ্ট দিয়া,
কারে করলা বিয়া বন্ধু রে,,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,।
আমি-হইলাম জনম দুখি,জগতের সংসারে,,,
এতো ভালোবাইসাও আমি
পাইলাম না তোমারে বন্ধু রে,,
আমি-হইলাম জনম দুখি,জগতের সংসারে,,,
এতো ভালোবাইসাও আমি
পাইলাম না তোমারে বন্ধু রে,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,।
তুমি-এখন সুখেই আছো,নতুন সাথী পাইয়া,,,
দুক্ষের কপাল লইয়ারে আমি,
ঘুরি পাগল হইয়া বন্ধু রে,,,
তুমি-এখন সুখে আছো,শামীর ঘরে যাইয়া,,,,
দুক্ষের কপাল লইয়ারে আমি,
ঘুরি পাগল হইয়া বন্ধু রে,,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,
কি-অপরাধ পাইয়ারে বন্ধু ছাইরা গেলা মোরে,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,
তোমার লাইগা পড়াণ কাঁন্দে
মন বসেনা ঘরে বন্ধু রে,,,।
Post a Comment