-->

আমার বন্ধু কি মহিমা জানে পরাণ/কলিজা ধরিয়া টানে,



জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে রে

জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে

এই জ্বালা সই কেমনে? 


বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে রে

জ্বালা; কি দিয়া নিভাই। (২বার)


আমার বন্ধু কি মহিমা জানে

পরাণ/কলিজা ধরিয়া টানে,

দুই নয়নের ভঙ্গিমা দেখায়। (২)

দুই নয়নের ভঙ্গিমা দেখায়.. 

ও মোর জ্বালা. . . . . নিভাই। (ঐ)


যার লাগিয়া সর্বত্যাগী..... 

সে করিলো দোষের ভাগী

অভাগিনীর কি হবে উপায় (২)

অভাগিনীর কি হবে উপায়.. 

ও মোর জ্বালা. . . . . নিভাই। (ঐ)


পিরিতি করিয়া 

সে গেলো চলিয়া/ছাড়িয়া

তার সনে দেখাশোনা নাই (২)

তবু বন্ধুর দয়ামায়া নাই। 

ও মোর জ্বালা. . . . . নিভাই। (ঐ)


পাগল রমেশ কয় ফল হবে

পলকে তে ধরা দিবে

দিবে ধরা নাগর কানাই (২)

দিবে ধরা নাগর কানাই..

ও মোর জ্বালা. . . . . নিভাই। (ঐ)