এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা...
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা...
মন জানে আর কেউ জানেনা।
প্রাণো বন্ধুরে..., আমি তোমায় পাব বলে ইহ জনম যায় বিফলে
প্রেম ফাসি লইয়া গলে হইলো কি যন্ত্রণা।
কলিজা হইয়াছে ছিদ্ররে বন্ধু (২), ধরল ঘুনে ছাড়ল নারে ছাড়ল না।
মন জানে আর কেউ জানেনা।
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা...
মন জানে আর কেউ জানেনা।
প্রাণো বন্ধুরে..., কাদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী,
জন্ম হইতে আজো বুঝি তোমায় আমি পাইলাম না।
যে যাহারে ভালবাসেরে বন্ধু (২), ব্যবহারে যায় চেনারে যায় জানা।
মন জানে আর কেউ জানেনা।
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা...
মন জানে আর কেউ জানেনা।
কাস্তি লোহায় পিরিত করে, নৌকারে সাজাইয়াগো পরে
দুইয়ে মিলে যুক্তি করে, শুকনাতে থাকবেনা।
এখন জলের তলে ভাসে পিরিতরে বন্ধু (২), জল ছাড়া সে বাচেনারে বাচেনা।
মন জানে আর কেউ জানেনা।
এত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা...
মন জানে আর কেউ জানেনা।
----
গীতিকারঃ জালাল খা, নেত্রকোনা।
Post a Comment