-->

শোন গো রূপসী কন্যা গো

শোন গো রূপসী কন্যা গো

কার লাগিয়া গাঁথ ফুলের মালা
শোন গো রূপসী কন্যা গো
কার লাগিয়া গাঁথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগিয়া গাঁথ ফুলের মালা
ও তার খোঁপায় পরা রূপার কাঁটা গো
ও তার খোঁপায় পরা রূপার কাঁটা গো
হাতে কাকন বালা
কার লাগিয়া গাঁথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো
কার লাগিয়া গাঁথ ফুলের মালা



কলসি কাখে জল ভরিতে
নিত্য আস--- নদীর ঘাটে

কলসি কাখে জল ভরিতে
নিত্য আস নদীর ঘাটে
ও তার চিকন চাকন গঠন গাঠন গো
তার চিকন চাকন গঠন গাঠন গো
হাতে বরণ ডালা
কার লাগিয়া গাঁথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো
কার লাগিয়া গাঁথ ফুলের মালা


কোন বিদেশি হরণ কইরা মানিক নিল লুটি
বসে একলা ঘাটে কাঁদে বসে কথা নাহি ফুটি
তার রূপের ছাঁয়া পড়ে জলে
ও তার রূপে যেন-- আগুন জ্বলে

ও তার মুখের হাসি মিটিমিটি গো
ও তার মুখের হাসি ---মিটিমিটি গো
আইল সুখের পালা
কার লাগিয়া গাঁথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো
কার লাগিয়া গাঁথ ফুলের মালা